শিশু-পঞ্চম শ্রেণির সব বই ডিজিটাল কন্টেন্টে তৈরি: টেলিযোগাযোগমন্ত্রী
প্রকাশিত : ০২:১০ এএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
শিশু-পঞ্চম-শ্রেণির-সব-বই-ডিজিটাল-কন্টেন্টে-তৈরি-টেলিযোগাযোগমন্ত্রী
বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জাজিরা কুঞ্জননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল কন্টেন্টে পাঠদান কর্মসূচি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার ডিজিটাল রূপান্তরের কাজ চলছে। বিটিআরসির এসওএফ তহবিলের অর্থায়নে টেলিযোগাযোগ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম ছড়িয়ে যাবে।
এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব, বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুই, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফসার উদ্দিন ভূঁইয়া, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।