হেলমেট না পরায় জরিমানা, ক্ষোভে থানার বিদ্যুৎ লাইন কর্তন!
প্রকাশিত : ১০:৫০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
হেলমেট-না-পরায়-জরিমানা-ক্ষোভে-থানার-বিদ্যুৎ-লাইন-কর্তন
এতে ক্ষিপ্ত হয়ে ঐ কর্মী বকেয়া বিলের অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পুলিশ সদস্য এবং বিদ্যুৎবিভাগের কর্মীর পাল্টাপাল্টি এ পদক্ষেপের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শামলি থানায়।
বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হেলমেট না পরার দায়ে আইন অনুযায়ী ২ হাজার রুপি জরিমানা করার কথা। কিন্তু বিদ্যুৎবিভাগের ঐ কর্মীকে কেন ৬ হাজার রুপির মোটা জরিমানা করেছে পুলিশ সেটি পরিষ্কার নয়।
সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎবিভাগের লাইনম্যান ওই মোটরসাইকেল চালক একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠছেন। পরে শামলি থানার প্রধান ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
বিদ্যুকর্মী মেহতাব বলেন, তাকে যখন জরিমানা করা হয়, সেই সময় আরো অনেকে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে চলে গেছেন। কিন্তু তাদের জরিমানা করেনি পুলিশ।