শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই বাংলার প্রেক্ষাগৃহে অপু বিশ্বাস

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

দুই-বাংলার-প্রেক্ষাগৃহে-অপু-বিশ্বাস

দুই-বাংলার-প্রেক্ষাগৃহে-অপু-বিশ্বাস

এক সময় শাকিব খান-অপু বিশ্বাস জুটি মানেই দর্শকদের কাছে ছিল বাড়তি উন্মাদনা। বেশ কিছু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন এই জুটি। কিন্তু হঠাৎ অভিনয় বিরতিতে যান এই চিত্রনায়িকা। তবে আবারও ধীরে ধীরে সিনেমায় সরব হচ্ছেন তিনি। জুটি বাঁধছেন একাধিক নায়কের সঙ্গে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় থাকা ‘ঈশা খাঁ’ শিরোনামের সিনেমাটি আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে। 

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ডিএ তায়েব। এতে ঈশা খাঁর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 

মোগল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন মোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাঁধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’ সিনেমাটি।

নির্মাতা ডায়েল রহমান পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন। ডিএ তায়েব-অপু বিশ্বাস ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।

এদিকে এই সিনেমাটি ছাড়াও অপু বিশ্বাস অভিনীত ওপার বাংলার ‘আজকের শর্টকাট’ সিনেমাটি আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তির প্রস্তুতি চলছে। এই সিনেমাটির মাধ্যমে কলকাতার সিনেমায় যাত্রা শুরু হচ্ছে এই নায়িকার। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন।

 জানা গেছে, গত ১৭ আগস্ট থেকে ভারতের বিভিন্ন টিভি ও পত্রিকা অফিসে ঘুরে বেড়াচ্ছেন অপু। এছাড়াও ২০২১-২২ অর্থবছর ‘লাল শাড়ি’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে জানা গেছে।