শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সবাই সময়মতো অফিসে এসেছেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

সবাই-সময়মতো-অফিসে-এসেছেন-জনপ্রশাসন-প্রতিমন্ত্রী

সবাই-সময়মতো-অফিসে-এসেছেন-জনপ্রশাসন-প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন নিয়মের প্রথমদিন কর্মকর্তা ও কর্মচারীরা সময় মতো অফিসে এসেছেন।

বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ গ্রুপ বীমা চুক্তি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারি অফিসের সময় কমানোতে কোনো কাজ জমে থাকবে না ও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলে এ সময় জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সময় কমিয়ে অফিসের এ ব্যবস্থা চলমান থাকবে বলেও জানান ফরহাদ হোসেন।

বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে।