বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলা হতো: প্রাণিসম্পদমন্ত্রী
প্রকাশিত : ১১:১০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
বঙ্গবন্ধু-বেঁচে-থাকলে-দেশ-অনেক-আগেই-সোনার-বাংলা-হতো-প্রাণিসম্পদমন্ত্রী
মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি। বঙ্গবন্ধুর রক্তের স্রোতোধারাকে স্তব্ধ করার জন্য তার উত্তরসূরি যেন না থাকে, সে জন্য শিশুপুত্র শেখ রাসেলকেও হত্যা করেছিল। তবে আল্লাহর অশেষ কৃপায় সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। এরপরও ঐ মহল থেমে থাকেনি। তারা শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার চেষ্টা করেছে। আল্লাহর ইচ্ছায় খুনিদের বিচার হয়েছে।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, আমরা সবাই কর্মী। একমাত্র শেখ হাসিনা হলেন নেতা। তিনি জাতির পিতার রক্তের উত্তরসূরি। এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা চণ্ডীচরণ পাল, সহ-সভাপতি আবদুর রাজ্জাক খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চান প্রমুখ।