ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৫৩ জন হাসপাতালে
প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
ডেঙ্গু-আক্রান্ত-হয়ে-আরো-১৫৩-জন-হাসপাতালে
২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৫৩ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫১৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪ হাজার ৭৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৩ হাজার ৯৬৪ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৮০৮ জন।
অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগী ছিল ৪ হাজার ২৩৭ জন। এর মধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৫২৫ এবং বিভিন্ন স্থানে ৭১২ জন।