বিএনপির মুখে গণতন্ত্রের নাম শুনলেই জনগণ হাসে
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
বিএনপির-মুখে-গণতন্ত্রের-নাম-শুনলেই-জনগণ-হাসে
কোনো ইস্যুতে বিফল হলেই গণতন্ত্রবিরোধী এই দলটি গণতন্ত্রের বুলি আউড়াতে শুরু করে। এ বিষয়ে মাস্টারমাইন্ড হিসেবে দেখা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী ও খন্দকার মোশাররফসহ একাধিক নেতাকে। তবে ফখরুল ও রিজভীদের নেপথ্যে রয়েছেন একাধিক অপরাধে দণ্ডপ্রাপ্ত ও বিদেশে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি নেতারা যখনই আন্তর্জাতিক মহলে নিত্যনতুন গুজব ছড়াতে ব্যর্থ হয়েছেন, তখনই তাদের মুখে শোনা গেছে নালিশের ফুলঝুরি। দলীয় নেতাকর্মীদের কার্যকালাপ ও দলের বর্তমান অবস্থা বিবেচনায় স্বাধীনতাবিরোধী এই দলের নেতাদের মুখে তাই গণতন্ত্রের নাম শুনলেই জনগণের হাসি পায়।
মুক্তিযুদ্ধের সংরক্ষিত দলিল বলছে, মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে গুপ্তচর হয়ে তথ্য পাচার, আইএসআই এর এজেন্ডা বাস্তবায়নে সম্পৃক্ত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এর প্রমাণ পাওয়া গেছে, পাকিস্তানের তৎকালীন সেনা কর্মকর্তা কর্নেল বেগ-এর লেখা চিঠিতে। একই সঙ্গে পরবর্তীতে ১৫ আগস্টের হত্যাকাণ্ডে সরাসরিভাবে জড়িত ছিলেন মেজর জিয়াউর রহমান।
জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে যখন দেশবিরোধী ও মানবতাবিরোধী বলেছিল তৎকালীন আন্তর্জাতিক মিডিয়া, তখন স্বাধীনতার ৫০ বছরে এসে তার দলেরই নেতাকর্মীরা এসব অপরাধকে দেশপ্রেমের স্বীকৃতি দিতে মরিয়া হয়ে উঠেছেন।
বিএনপির নেতৃস্থানীয়দের এমন মিথ্যাচারের ব্যাপারে জানতে চাইলে দেশের রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা গণতন্ত্রের ব্যাখ্যা জানেন না। এ বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। কারণ তারা যেই দল করেন, সেই দলের জন্ম গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি। জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন।