নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
নাগরিকদের-ইউক্রেন-ছাড়ার-আহ্বান-যুক্তরাষ্ট্রের
কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ইউক্রেন ছাড়তে নাগরিকদের প্রতি আবার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, আগামী কয়েকদিনে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টা জোরদার করছে বলে পররাষ্ট্র দফতরের কাছে তথ্য আছে।
আগের নিরাপত্তা সতর্কতার পুনরাবৃত্তি করে বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস নিজ নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। নিরাপদ বোধ করলে ব্যক্তিগতভাবে পরিবহনের ব্যবস্থা করে দেশটি ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে।
সোভিয়েত শাসন থেকে ইউক্রেনের স্বাধীনতা লাভের বার্ষিকী আগামী বুধবার। স্বাধীনতা উদযাপনের কথা থাকলেও রাজধানী কিয়েভে সেটি উদযাপন স্থগিত করা হয়েছে।