দাবানলের মুখে চীনের দুই অঞ্চল, বৃষ্টির অপেক্ষা
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
দাবানলের-মুখে-চীনের-দুই-অঞ্চল-বৃষ্টির-অপেক্ষা
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় ধরনের দাবানল মোকাবিলা করছে দেশটির অগ্নি নির্বাপকে নিয়োজিত দমকল কর্মীরা।দেশটির চংকিং ও সিচুয়ান এলাকায় মঙ্গলবারও আগুন নিয়ন্ত্রণে কার্যত লড়াই করছে তারা। এদিকে অত্যন্ত উচ্চ তাপমাত্রার পতন ও বৃষ্টিপাত শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে চীন।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজে নিয়োজিত প্রাদেশিক কর্মকর্তারা বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে চলে আসা চীনের তাপপ্রবাহ কমতে শুরু করেছে। মূলত পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া ও দক্ষিণ-পূর্ব দিকে টাইফুন এগিয়ে আসায় তাপপ্রবাহ কমছে।
অবশ্য তাপপ্রবাহের কারণে টানা ১২তম দিনের জন্য চীনে ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। তবে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, বুধবারের মাঝে মধ্য চীনের কিছু অংশে এবং আগামী ২৯ আগস্ট থেকে সিচুয়ান ও চংকিং-এ তাপমাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
সরকারি চায়না নিউজ সার্ভিস জানায়, মধ্য ও দক্ষিণ চংকিং এবং পূর্ব সিচুয়ানের বনাঞ্চলে দাবানলের কারণে মঙ্গলবার রাতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ। এমনকি সেখানে পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’।
ফাইন্যান্সিয়াল নিউজ সার্ভিস কাইজিন জানায়, অন্যান্য স্বাভাবিক বছরের তুলনায় এবছর চংকিং ও সিচুয়ান অঞ্চলে ৮০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। গত ১৪ আগস্ট থেকে এ অঞ্চলে ১৯টির মতো দাবানল সৃষ্টি হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, মঙ্গলবার গভীর রাতে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বন ও তৃণভূমিতে দাবানলের জন্য উচ্চ সতর্কতায় রয়েছে জিয়াংসি, হুনান এবং গুইঝো প্রদেশও। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে চংকিং ও সিচুয়ানে ২ হাজার ৮০০ জনেরও বেশি প্রাদেশিক-স্তরের অগ্নিনির্বাপক কর্মী পাঠানো হয়েছে।