শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেলে গেলে পড়তে হয় না জেনেই জুনিয়রকে হত্যা করলো ছাত্র

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

জেলে-গেলে-পড়তে-হয়-না-জেনেই-জুনিয়রকে-হত্যা-করলো-ছাত্র

জেলে-গেলে-পড়তে-হয়-না-জেনেই-জুনিয়রকে-হত্যা-করলো-ছাত্র

স্কুলে গিয়ে পড়াশোনা করা থেকে মুক্তি পেতে অষ্টম শ্রেণির এক ছাত্রকে গলা টিপে হত্যা করেছে দশম শ্রেণির এক ছাত্র। ভারতের গাজিয়াবাদের মাসুরি থানার নানকাগড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, ঘটনার পর গার্ডেন এনক্লেভ পুলিশ থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করে ঐ ছাত্র। তাকে যেন পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায়, তার জন্য থানার কর্মকর্তাদের কাকুতি মিনতি করতে থাকে অভিযুক্ত কিশোর।

পুলিশ প্রথমে ঐ ছাত্রের কথা বিশ্বাস না করলেও পরে তার বলা জায়গায় গিয়ে নীরজ কুমার (১৩)-এর মরদেহ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে অভিযুক্ত ছাত্র জানায়, তার ও নীরজের বাড়ি এক পাড়ায়। দুইজনে একসঙ্গে খেলাধুলাও করতো। অভিযুক্ত ছাত্র পড়াশোনায় দুর্বল ছিল। এজন্য পরিবারের লোকজন তাকে ভাল করে পড়াশোনা করতে বকাঝকা করতো। সে শুনেছিল, জেলে থাকলে পড়াশোনা করতে হয় না। আর এরপর থেকেই জেলে যাওয়ার উপায় ভাবতে থাকে।

অভিযুক্ত পুলিশকে আরো জানায়, জেলে যেতেই সে নীরজকে হত্যার ছক কষেছিল। খেলার অজুহাতে সে প্রতিদিন সন্ধ্যায় নীরজকে নিয়ে বেরতো। তার লক্ষ্য ছিল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে নীরজকে খুন করা। সোমবার বিকেল সাড়ে ৩টায় সে নীরজকে নিয়ে ঐ জায়গায় যায় এবং বিকেল সাড়ে ৫টায় নীরজের শ্বাসরোধ করে কাচের বোতল দিয়ে গলা কেটে দেয়। নীরজের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পরই সে থানায় যায়। অভিযুক্তকে শিশুকে সংশোধনাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।