বিয়ের আগে প্রয়োজন ‘ব্যাক আপ প্ল্যান’
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
বিয়ের-আগে-প্রয়োজন-ব্যাক-আপ-প্ল্যান
চিন্তা অতিরিক্ত হওয়ার আগে লাগাম দিন তাতে। কারণ বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে আর যাই হোক শরীর আর মন ঠিক রাখতেই হবে।
বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়ে নির্বিশেষে, সবার চিন্তা থাকে, বিয়ের ছুটির পর অফিসে এসে কী হবে, তার অবর্তমানে পরিস্থিতি বদলে যাবে না তো? মনোবিদদের পরামর্শ, ‘পরিস্থিতি অনুকূল নাও থাকতে পারে, আগে থেকে ভেবে, ব্যাক আপ প্ল্যান ছকে রাখুন।’
বিয়ের আগে অন্তত তিন মাস অকারণে ছুটি নেবেন না। সহকর্মীদের ছুটি নেয়ার সুযোগ করে দিন। যাতে করে,বিয়ের পরে ছুটি পান।
ডিজাইনারদের পরামর্শ, বিয়ের পোশাক নিয়ে খুব বেশি পরীক্ষানিরীক্ষা না করে, সাবেকি রং বা প্যাটার্নে বেছে নেয়া ভালো। তাছাড়া ল্যাপটপে কাজ করতে করতে পছন্দের শাড়ি, কুর্তি, আনারকলি, ককটেল ড্রেস দেখে রাখতে তো কোনো অসুবিধা নেই। তারপর হোয়াটসঅ্যাপ করে দিন ডিজাইনারকে।