এ যাত্রায়ও কী রক্ষা পাচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী?
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
এ-যাত্রায়ও-কী-রক্ষা-পাচ্ছেন-ফিনল্যান্ডের-প্রধানমন্ত্রী
সোমবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সমালোচনার মুখে পড়া ৩৬ বছর বয়সী সানা মারিনের ড্রাগ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আইডা ভ্যালিন এএফপিকে বলেন, সানা মারিনের প্রস্রাবের নমুনায় কোকেন, অ্যামফিটামিন, গাঁজা ও ওপিওডের মতো বিভিন্ন ওষুধের উপস্থিতির জন্য পরীক্ষা করা হয়েছিল।
তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় গত ১৯ আগস্ট পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর পরীক্ষার রিপোর্ট দেখেন একজন চিকিৎসক ও এতে তার স্বাক্ষর রয়েছে।
সানা মারিনের নাচ-গানের ভিডিও ফাঁসের পর সংবাদ সম্মেলনে মাদক নেয়ার কথা অস্বীকার করেন তিনি। হেলসিঙ্কিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি বেআইনি কিছু করিনি।
২০১৯ সালের ডিসেম্বর থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সানা মারিন। দায়িত্ব নেয়ার সময় বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সরকার প্রধান ছিলেন তিনি। এখন এ খেতাব চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের দখলে।
সানা মারিন খুব স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করলেও পার্টি করার কোনো তথ্য গোপন রাখেন না। প্রায়শই সঙ্গীত উৎসবে তাকে দেখা যায়। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর ক্লাবে গিয়ে পার্টি করার কারণে তিনি ক্ষমাও চান।