শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

হোটেলে বোমা রাখা হয়েছে, তদন্তে পুলিশ

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

হোটেলে-বোমা-রাখা-হয়েছে-তদন্তে-পুলিশ

হোটেলে-বোমা-রাখা-হয়েছে-তদন্তে-পুলিশ

ভারতের মুম্বাই শহরের একটি হোটেলে বোমা রাখার হুমকির খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ হুমকি দেওয়া হয়। 

এএনআই সূত্রের খবর অনুযায়ী, হোটেলে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান, হোটেলের চার জায়গায় বোমা রাখা রয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে পাঁচ কোটি টাকা দিতে হবে। এরইমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ২৬/১১-এর ধাঁচে আবার মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানো হবে বলে পাকিস্তানের একটি মোবাইল নম্বর থেকে মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা আসে।

হুমকি বার্তায় বলা হয়েছিল, মুম্বাইয়ে একটা হামলা চালানো হবে। এ হামলা ২৬/১১-কে মনে করাবে। আমার ফোন নম্বর যদি খতিয়ে দেখা হয়, তাহলে লোকেশন হিসাবে ভারতই দেখাবে। বিস্ফোরণ ঘটাবে ছয়জন। মুম্বাই শহরে বিস্ফোরণ হবে। যদি ওসামা বিন লাদেন, আজমল কসাব ও আয়মান আল-জওয়াহিরিকে হত্যা করা হয়, তাহলে আরো অনেক কিছু ভবিষ্যতে ঘটবে।

এ ঘটনার কিছুদিন আগে মুম্বাইয়ের অদূরে রায়গড় উপকূলে পরিত্যক্ত একটি নৌকা থেকে অস্ত্র উদ্ধার হয়। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। উদ্ধার অস্ত্রের মধ্যে পাওয়া গিয়েছিল একে-৪৭ রাইফেল। রায়গড়ের হরিহরেশ্বর সৈকতের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্রসমেত ঐ নৌকা। এ ঘটনাপ্রবাহের আবহে মুম্বাইয়ের হোটেলে হুমকি ফোন নতুন করে আতঙ্ক তৈরি করেছে।