শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজেকে ভালোবাসুন, অনুপ্রেরণার গল্প শেয়ার করলেন বিদ্যা বালান

প্রকাশিত : ১০:২০ এএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

নিজেকে-ভালোবাসুন-অনুপ্রেরণার-গল্প-শেয়ার-করলেন-বিদ্যা-বালান

নিজেকে-ভালোবাসুন-অনুপ্রেরণার-গল্প-শেয়ার-করলেন-বিদ্যা-বালান

বলিউডের অন্যান্য নায়িকাদের থেকে অনেক ক্ষেত্রেই বেশ আলাদা বিদ্যা বালান। তার সমাজের প্রতি দায়বদ্ধতা বা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বারংবারই অন্যদের থেকে আলাদা করে তুলেছে। প্রায়ই বডি শেমিংয়ের মুখে পড়েছেন তিনি কিন্তু নিজের শরীর নিয়ে কথা বলতে কখনো পিছপা হননি সাহসী বিদ্যা। 

এমনকী তার শাড়ি স্টেটমেন্টও তাকে আলাদা করেছে অন্যদের তুলনায়। সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে বিদ্যা বালান শেয়ার করেছেন নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা। আয়নার সামনে দাঁড়িয়ে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এক ফ্যানের সঙ্গে তার সেলফি তোলার ঘটনা, যেখান থেকে জীবনের এক অন্যতম বিশেষ শিক্ষা পেয়েছেন তিনি।

View this post on Instagram

A post shared by Vidya Balan (@balanvidya)

বিদ্যা লেখেন, কিছুদিন আগে একটি ইভেন্টে একটি সুন্দরী মেয়ে আমার সঙ্গে সেলফি ক্লিক করতে চায়। ওখানে অনেক ভিড় ছিল আর আমি চেষ্টা করছিলাম যত সম্ভব বেশি ফ্যানের সঙ্গে ছবি তোলা সম্ভব হয়। মানুষজন ধাক্কাধাক্কি করছে আর এইসব ঝামেলার মাঝে ঐ মেয়েটি আবার একটা ছবি তুলতে ফিরে আসে। আমার ম্যানেজার তাকে সরাসরি বলে, আপনি একবার নিয়ে নিয়েছেন আর নয়। তার প্রত্যুত্তরে ঐ মহিলা বলেন যে ভুল দিক থেকে ছবিটা তুলেছি, আমায় ভালো লাগছে না, এই ছবিটা পোস্ট করতে পারব না। সে নাছোড়বান্দা ছিল। আরেকবার ছবি তুলতে আমার গাড়ি অবধি চলে আসে সে শুধুমাত্র পারফেক্ট ছবি তোলার জন্য। ওর কথা শুনে মনে হচ্ছিল যে, ওর পুরো জীবন এই ছবির উপর নির্ভর করছে। আমি অবাক হয়ে গাড়িতে উঠে যাই কিন্তু এটা আমায় ভাবাতে শুরু করে।

বিদ্যা আরো লেখেন, আমি ছবি তোলার সময় সর্বদাই নিজের ডান প্রোফাইলের থেকে বেশি পছন্দ করি বাঁ দিকের প্রোফাইল পছন্দ করতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে ভালোবাসতে শিখে যাই। প্রতিদিন অল্প অল্প করে নিজেকে মেনে নিতে শিখি। আমি বুঝতে পারি যে যেকোনো একটা প্রোফাইলকে ভালোবাসা মানে শরীরের একটি অংশের থেকে আরেকটি অংশ আলাদা করা। কারণ আমি আমার বাঁ প্রোফাইল ভালোবাসা মানে ডানদিকের প্রোফাইল ভালোবাসি না। আমি সবসময় ফটোগ্রাফারদের বলতাম আমার ডানদিকের প্রোফাইল থেকে যেন ছবি না তোলে। আমি ভয়ে থাকতাম যদি কেউ ডানদিক থেকে আমার ছবি তোলে তাহলে আমার কুৎসিত দিকটা সামনে চলে আসবে।

কিন্তু আজ আমি নিজেকে সম্পূর্ণরূপে ভালোবাসি আর কোন দিক থেকে ছবি নেওয়া হচ্ছে আমি তার পরোয়াই করিনা। আমি আমার মুখের কোনো দিক দেখাতে ভয় পাই না। এখন আমি শুধু আমার ডান প্রোফাইল পছন্দই করি না, আমি ভালোবাসি। আমার ডান প্রোফাইল আগের থেকে বদলে গেছে বলেই যে আমি ভালোবাসি, তা নয়। আমার মনে হয়, আমার নিজেকে দেখার ভঙ্গি বদলে গেছে। তাই সারাদিনের ব্যস্ততার পর আমি ঘরে এসে মেকআপ তুলে কয়েকটা সেলফি ক্লিক করেছি, কারণ আমার মনে আমি যেমন সেরকমই আমি নিজেকে ভালোবাসি- লেখেন অভিনেত্রী। 

বিদ্যা তার মতো করেই সবাইকে সেলফি পোস্ট করার ডাক দিয়েছেন। বিদ্যার পোস্টে ভালোবাসা জানিয়েছেন দিয়া মির্জা, ইলিয়ানা ডি ক্রুজ সহ আরো অনেকে।