সাড়ে সাত লাখ মিসরীয় কর্মী ছাঁটাই করছে কুয়েত
প্রকাশিত : ০৭:৫০ এএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
সাড়ে-সাত-লাখ-মিসরীয়-কর্মী-ছাঁটাই-করছে-কুয়েত
সোমবার (২২ আগস্ট) সংবাদ মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, কুয়েত টাইমসের ফেব্রুয়ারিতে দেওয়া তথ্যমতে, কুয়েতের মোট কর্মশক্তির ২৪ শতাংশ মিসরীয়। এছাড়া মিসরীয়রা কুয়েতের সবচেয়ে বড় প্রবাসী গোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে। অনেক দিন ধরেই কুয়েতে ভারতীয় কর্মীর সংখ্যা সর্বোচ্চ। কিন্তু একই সূত্র থেকে জানা যায় কুয়েতের মোট কর্মশক্তির ২৩ দশমিক ৭ শতাংশ ভারতীয়।
দেশটির অডিট ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতের মোট কর্মশক্তির মাত্র ২২ দশমিক ৩ শতাংশ কুয়েতি এবং ৭৭ দশমিক ৭ শতাংশই প্রবাসী।
দুই বছর আগে এক কুয়েতি ক্রেতা মিসরীয় ক্যাশিয়ারকে থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছিল। মানুষ সেখানে মন্তব্যে বলেছিল, এটি মিসরীয়দের প্রতি দেশটির বর্ণবাদী মনোভাব প্রকাশ করে। একই বছর কুয়েতে একজন স্ন্যাপচ্যাটের একজন প্রভাবশালী ব্যবহারকারী মিসরীয়দের 'নোংরা সেবক' বলে মন্তব্য করার পর একজন মিসরীয় কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।
আরো পড়ুন>> শিগগিরই থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘাত: রুশ কূটনীতিক
এদিকে মিসরীয় কর্মীর সংখ্যা ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যে ২০২০ সালে কুয়েতের সংসদ প্রবাসী কর্মীর সংখ্যা হ্রাস করার একটি খসড়া আইন প্রস্তাব করে। সে আইনে বলে হয়, সরকারি সংস্থাগুলো প্রবাসী কর্মীদের আবাসন নবায়ন করতে পারবে না।
এ বছর মিসরের বেকারত্বের হার ৭ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। চরম দুর্নীতি, বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারি এবং এখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেশটি গত কয়েক বছর ধরে অর্থনীতিতে সংগ্রাম করছে। ২০২১ সালে মিসরের বৈদেশিক আয় ৩১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে। যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলো থেকে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি।