শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আড়াই বছর পর বিদ্যালয়ে ফিরল ফিলিপাইনের শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

আড়াই-বছর-পর-বিদ্যালয়ে-ফিরল-ফিলিপাইনের-শিক্ষার্থীরা

আড়াই-বছর-পর-বিদ্যালয়ে-ফিরল-ফিলিপাইনের-শিক্ষার্থীরা

করোনা মহামারির কারণে প্রায় আড়াই বছর বন্ধের পর বিদ্যালয়ে পা রাখলো ফিলিপাইনের কয়েক মিলিয়ন শিক্ষার্থী। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দিন স্কুল বন্ধ থাকা দেশটির শিক্ষার্থীরা সোমবার থেকেই পাঠদানে যোগ দেন।- খবর বিবিসির।

দুই বছরের বেশি সময় পর দেশটির অর্ধেকের বেশি স্কুলে শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতিতে ক্লাস শুরু হলো। এতদিন অনলাইনের মাধ্যমে চলছিল পড়াশোনা। যেসব দেশে সর্বশেষ মুখোমুখি ক্লাস চালু হয়েছে ফিলিপাইন তাদের মধ্যে একটি।

তবে শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন সরাসরি ক্লাস না হওয়ায় শিক্ষার সংকটকে আরো বাড়িয়ে তুলেছে করোনা।

দেশটির ২৪ হাজারের মতো অথবা তার অর্ধেক সরকারি স্কুলে সপ্তাহে পাঁচদিন শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকবে।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, বাকিরা অনলাইনে ক্লাস চালাবে। কমপক্ষে নভেম্বর পর্যন্ত এটি চলবে। সে সময় ২ কোটি ৭০ লাখ নিবন্ধিত শিক্ষার্থী পূর্ণ-সময়ে ক্লাসরুমে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

দেশটির শিক্ষাবিভাগ বলছে, কিছু স্কুলকে ক্লাসরুমের ঘাটতির কারণে এবং অতিরিক্ত ভিড় এড়াতে শিফটে ক্লাস বিভক্ত করতে হবে। কেননা স্কুলগুলো নতুন ভাইরাসের হটস্পটে পরিণত হতে পারে এমন আশঙ্কা রয়েছে। এদিকে, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিও করোনা মহামারির বিপর্যয়ের মধ্যে পড়ে। করোনায় সেখানে ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা যান ৫০ হাজার।