শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটে দর্শকের সঙ্গে ‘পরাণ’ দেখবেন রাজ

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

সিলেটে-দর্শকের-সঙ্গে-পরাণ-দেখবেন-রাজ

সিলেটে-দর্শকের-সঙ্গে-পরাণ-দেখবেন-রাজ

বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরানোর কারিগর ‘পরাণ’ সিনেমা। কোরবানি ঈদে মিক্তি পেলেও এখনো প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। সেকারণে সিনেমাটির নির্মাতা ও অভিনয় শিল্পীরা বেশ উচ্ছ্বসিত। এখনো চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ঢুঁ মারছেন সিনেমা হলে।

একই উদ্দেশ্যে আজ সোমবার সকালে সিনেমাটির অভিনেতা শরিফুল রাজ ও নির্মাতা রায়হান রাফি গিয়েছেন সিলেটে। সেখানকার গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট সিনেপ্লেক্সে দর্শকের সঙ্গে ‘পরাণ’ দেখবেন তারা।

এ প্রসঙ্গে রাজ বলেন- দেশের কোথাও যে হোটেল ও সিনেমা হল একসঙ্গে আছে জানতাম না। যখন শুনলাম সিলেটে হোটেল ও মুভি থিয়েটার একসঙ্গে আছে তখন থেকেই ভাবছিলাম আসব। হঠাৎ করেই আজ সকালে আমি ও নির্মাতা রাফি চলে এলাম। সিলেট আমার নিজের শহর। আমার শৈশব-কৈশোর এখানে কেটেছে। আমি এখানকার স্কুল-কলেজে পড়েছি। আজ বেলা তিনটার সময় আমরা এখানে ‘পরাণ’ দেখব। আপনারা আসলে একসঙ্গে দেখা হবে সিনেমাটি।

রাফি বলেন, আমরা এখন গ্র্যান্ড সিলেট হোটেলে আছি। এখানে সুন্দর একটি মুভি থিয়েটার আছে। এরইমধ্যে আপনাদের অনেকে ‘পরাণ’ দেখেছেন। আজ যারা অবসর আছেন, বেলা ৩ টায় চলে আসুন। আমরা একসঙ্গে ছবিটি দেখব।

দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রাজ। ছবিটির প্রযোজক লাইভ টেকনোলোজিস।