ইলিশে ডিম আছে নাকি নেই, বুঝবেন যেভাবে
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
ইলিশে-ডিম-আছে-নাকি-নেই-বুঝবেন-যেভাবে
এই সময়ে ইলিশের চাহিদা অনেক বেশি থাকে। কিন্তু বাজারে কিন্তু গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কোন মাছটা ভালো হবে, কোনটা নদীর আর কোনটাই বা সমুদ্রের অথবা কোনটায় ডিম আছে অনেকেই ধরতে করেন না।
সাধারণত বলা হয়ে থাকে সমুদ্র এবং নদীর ইলিশের স্বাদে আকাশ পাতাল ফারাক থাকে। আর ইলিশের সাইজ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে তার স্বাদও বাড়তে থাকে। তবে ইলিশের স্বাদ সব থেকে বেশি হয় ডিম পাড়ার আগে। ফলে এই ডিম ভর্তি মাছের চাহিদাই বাজারে তুঙ্গে থাকে। কিন্তু বুঝবেন কীভাবে?
ইলিশের ডিম পাড়ার মৌসুম হচ্ছে আগস্ট মাস। এমন সময়ই তারা ডিম পাড়ে। তাই এই মাসে যে মাছগুলো পাওয়া যায় সেগুলোতেই ডিম থাকে। অক্টোবর অবধি বাজারে পাবেন ডিম ভর্তি ইলিশ মাছ। এছাড়া যে ইলিশে ডিম থাকে সেটার পেট মোটা হয়। কিন্তু আকৃতি বা গড়ন হয় চ্যাপ্টা ধরনের। তাই কেনার আগে এই সহজ টিপসগুলো মাথায় রাখুন। আর সহজেই চিনে ফেলুন ডিমযুক্ত ইলিশ মাছ।