৩০ মিনিটের ব্যবধানে প্লাস্টিক হয়ে গেল যুবতীর কপাল
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
৩০-মিনিটের-ব্যবধানে-প্লাস্টিক-হয়ে-গেল-যুবতীর-কপাল
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ২৫ বছরের বুলগেরিয়ানের বিউটিশিয়ান শিরিন মুরাদ গত ছুটির দিনে কোনো সানস্ক্রিন ছাড়াই ২১ ডিগ্রি তাপমাত্রায় ঘুমান। ৩০ মিনিটের ঘুম থেকে উঠে তিনি কালশিট আবিষ্কার করেন। পরদিন তার ত্বক আরো কঠোর হয়। যখন তিনি চোখের ব্রু কুঁচকালে প্লাস্টিকের মতো দেখা যায়।
পরবর্তীতে শিরিন তার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি চিকিৎসকের কাছে না যাওয়ারও সিদ্ধান্ত নেন। এরপর শিরিন মুরাদের পুরো মুখ খোসা ছাড়তে শুরু করে। তার ত্বক তামাটে ও গোলাপি রং ধারণ করেছিল।
শিরিন বলেন, যখন আমার মুখ থেকে খোসা ছাড়া শুরু হলো তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি কোনো ব্যথা পাইনি। আমি অনেক স্বস্তি পাচ্ছিলাম। অদ্ভুতভাবে আমার ত্বক এখন অসাধারণ। এখন আগের থেকে আমার ত্বক সুন্দর হয়েছে। মনে হচ্ছে এটি পুনরায় জন্ম নিল।
তবে সানস্ক্রিনের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করতে চান শিরিন মুরাদ। যদি সবসময় সানস্ক্রিন ব্যবহার করা হয় তবে ত্বক কখনোই পুড়বে না।