শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ধ্বংস করলো রাশিয়া

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

ইউক্রেনে-যুক্তরাষ্ট্রের-পাঠানো-রকেট-ধ্বংস-করলো-রাশিয়া

ইউক্রেনে-যুক্তরাষ্ট্রের-পাঠানো-রকেট-ধ্বংস-করলো-রাশিয়া

ইউক্রেনের একটি অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ঐ অস্ত্রগারে যুক্তরাষ্ট্রের পাঠানো উচ্চক্ষমতা সম্পন্ন রকেট মজুদ ছিলও বলে দাবি করে দেশটি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশনেকবের বরাতে সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের একটি অস্ত্রগার ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে যুক্তরাষ্ট্রের পাঠানো হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমরাস) মজুদ ছিল। হিমরাসগুলো রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করছিল ইউক্রেন।

শনিবারের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঐ অস্ত্রাগারটি ইউক্রেনের ওডেশার মাইওরস্কিতে অবস্থিত। অস্ত্রাগারটি ধ্বংস করতে উচ্চ-নির্ভুলতা ও দূরপাল্লার কালিব্রর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তবে ইউক্রেন বলছে, রাশিয়ার রকেট একটি খাদ্যশস্য ভাণ্ডারে আঘাত হেনেছে।

ইগোর কনাশনেকব আরো জানান, মাইকোলেইভ ও খেরসন অঞ্চলে চালানো হামলায় ১০০ বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় ইউক্রেনের সাতটি ইউনিটের সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।