নিলামে উঠছে রুশ ব্যবসায়ীর বিলাসবহুল জাহাজ
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
নিলামে-উঠছে-রুশ-ব্যবসায়ীর-বিলাসবহুল-জাহাজ
রাশিয়ার ব্যবসায়ী ডিমেত্র পাম্পিয়াস্কাইয়ের জব্দকৃত সুপারইয়ট নামের বিলাসবহুল জাহাজ আগামী মঙ্গলবার নিলামে তোলা হচ্ছে। জেপি মরগানে চ্যাস অ্যান্ড কোম্পানির ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় জাহাজটি নিলামে তোলা হচ্ছে।
হো রবিনসন নামের নিলামের একজন দালাল ব্লুমবার্গেকে বলেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর কোম্পানিটি বিশ্বের সব বন্দরে থাকা রাশিয়ার বিলাসবহুল জাহাজ জব্দের পর প্রথম দোমিত্রের জাহাজটি বিক্রি করা হচ্ছে।
এর আগে, গত মার্চ মাসে ভূমধ্যসাগরের প্রবেশপথ জিব্রাল্টারে জাহাজটিকে আটক করেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। জাহাজটির মূল্য ৬৩ মিলিয়ন পাউন্ড। তবে এটি এর চেয়ে কম দামে বিক্রি হতে পারে।
গত মাসে রুশ ব্যবসায়ী দোপেত্র ২০.৫ মিলিয়ন ইউরো ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় জিব্রালটারের একটি আদালতে জাহাজ বিক্রির অনুমতি পায় জেপি মরগান।
পাঁচ ডেকের ঐ জাহাজে রয়েছে সুইমিং পুল, থ্রিডি সিনেমা।
সূত্র- আল জাজিরা।