নিয়ম বদলে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার, অংশ নিতে পারবেন বিবাহিতরা
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
নিয়ম-বদলে-যাচ্ছে-মিস-ইউনিভার্স-প্রতিযোগিতার-অংশ-নিতে-পারবেন-বিবাহিতরা
বিবাহিত নারী এমনকী মা হয়েছেন যিনি তিনিও অংশ নিতে পারবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়। বলা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। আয়োজকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গত কয়েক বছরের ‘মিস ইউনিভার্স’ খেতাবজয়ী সুন্দরীরা।
চলমান নিয়ম অনুযায়ী, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগীর সামাজিক পরিচয় ‘সিঙ্গেল’ থাকা বাধ্যতামূলক ছিল। এমনকী প্রতিযোগিতা জেতার পরও যতদিন খেতাব থাকবে, ততদিনও বিবাহিত হওয়া যাবে না। অর্থাৎ মোটামোটি এক বছর বিশ্বের সেরা সুন্দরীকে থাকতে হবে ‘সিঙ্গেল’ই। মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধারও উপায় নেই। এছাড়া প্রতিযোগিতা চলাকালীন কোনো প্রতিযোগী অন্তঃসত্ত্বা হতে পারতেন না। এমনই নানাবিধ বিধিনিষেধ মেনে এতদিন বিশ্ব সেরা সুন্দরী হওয়ার দৌড়ে নামে লেখাতেন মডেলরা।
এবার সেই রীতিতে বড়সড় পরিবর্তন। ঐতিহাসিক বদল আনছেন ‘মিস ইউনিভার্স’-এর আয়োজকরা। শুধু অবিবাহিত নয়, বিবাহিত এবং মায়েরাও অংশ নিজেদের সৌন্দর্যে বিশ্বকে মোহিত করে দিতে পারবেন। ২০২৩ সাল থেকেই প্রতিযোগিতায় নতুন নিয়ম চালু হচ্ছে। আগামী বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর বসছে মাদাগাস্কার ও রোমানিয়ায়।