কোন পথে যাচ্ছে পাকিস্তান জানালেন ইমরান খান
প্রকাশিত : ১১:৫০ এএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
কোন-পথে-যাচ্ছে-পাকিস্তান-জানালেন-ইমরান-খান
রাওয়ালপিন্ডির লিয়াক বাগে এক জনসমাবেশে ভাষণকালে তিনি এসব কথা বলেন।- খবর দ্য নিউজের।
সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল পিটিআই যদি দুর্বল হলে দেশ দুর্বল হবে। যদি পাকিস্তানের বড় রাজনৈতিক দল দুর্বল হয় তাহলে দেশ শ্রীলংকা হবে। কারণ পাকিস্তান চোরদের গ্রহণ করতে রাজি নয়। ঋণের বোঝা শুধু পাকিস্তানের ঘাড়ের ওপর বাড়ছে।
তিনি আরো বলেন, আমাকে চাপের মাধ্যমে অযোগ্য বা দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। আপনি নিরপেক্ষ থাকুন বা নাই থাকুন, আমি আপনাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানাই।
ইমরান খান বলেন, শুধুমাত্র রাজনৈতিক দলই দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে। অন্য কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখতে পারে না। যেহেতু দেশ এখন নতুন করে স্বাধীনতার পথে হাঁটছে তাই আমার গ্রেফতার কোনো সমস্যা হিসেবে দেখছি না।
এ সময় আসল স্বাধীনতার সংগ্রামের জন্য কখনোই অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবেন না বলে ঘোষণা দেন ইমরান খান।
এর আগে, পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পেমরা) ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। দেশের পুলিশ ও বিচারকদের হুমকি দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় বলে জানায় পেমরা।