৩০০ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন কিনছে ভারত
প্রকাশিত : ১১:৫০ এএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
৩০০-কোটি-ডলারে-যুক্তরাষ্ট্রের-অত্যাধুনিক-ড্রোন-কিনছে-ভারত
রোববার এমনটাই জানিয়েছেন ড্রোনের চুক্তি সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।
গত দুই দশকে তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর থেকে সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদসহ অনেকেই ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের ‘শিকারের’ তালিকায় রয়েছেন। সেই ড্রোনই এবার নিয়ে আসছে ভারত।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য ‘এমকিউ-৯বি’, ‘সি গার্ডিয়ান’ ও ‘স্কাই গার্ডিয়ান’ নামের এসব ড্রোন কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে জেনারেল অ্যাটোমিক্স গ্লোবাল কর্পোরেশনের কর্মকর্তা বিবেক লাল জানান, এ ড্রোন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত। দ্রুত সময়ের মধ্যেই ড্রোন ভারতে আসবে।
গত বছর যুক্তরাষ্ট্রে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে বিবেকের সঙ্গে বৈঠক করেন তিনি। ঐ সময়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রিডেটর ড্রোন কেনার বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তৈরি এই ড্রোন ‘এমকিউ-৯ রিপার’ ৫০ হাজার ফুট উচ্চতায় টানা ২৭ ঘণ্টা উড়তে পারে। এর সর্বোচ্চ বহন ক্ষমতা রয়েছে এক হাজার ৭৪৬ কিলোগ্রাম। এ ড্রোন ব্যবহার করে সাত হাজার ৫০০ কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারি চালানো যাবে। যুক্তরাষ্ট্র ছাড়া সম্প্রতি এ ড্রোন ব্যবহার করছে ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমানবাহিনী। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ভারত।