শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব: আইএমএফ

প্রকাশিত : ০২:৫০ এএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

অর্থনৈতিক-প্রবৃদ্ধিতে-যুক্তরাষ্ট্রকে-ছাড়িয়ে-যাবে-সৌদি-আরব-আইএমএফ

অর্থনৈতিক-প্রবৃদ্ধিতে-যুক্তরাষ্ট্রকে-ছাড়িয়ে-যাবে-সৌদি-আরব-আইএমএফ

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে, ২০২২ সালে সৌদি আরবের মোট দেশজ উৎপাদন সাত দশমিক ছয় শতাংশ বাড়তে পারে। প্রায় এক দশকের মধ্যে সৌদি আরবে এই প্রথম এতো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হতে যাচ্ছে বলে আইএমএফ জানিয়েছে।

অন্যদিকে, ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে উচ্চ মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে মোট জিডিপি বৃদ্ধির হার দুই দশমিক তিন শতাংশ, যা গত বছরের পাঁচ দশমিক সাত শতাংশ জিডিপির অর্ধেক।

২০২০ সালে করোনা মহামারির পর থেকে সৌদির জিডিপির প্রবৃদ্ধি মারাত্মক ধাক্কা খেতে শুরু করে। তখন সৌদি অর্থনীতি ৩ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়ে যায়। যুক্তরাষ্ট্রে এই সংকোচন ছিল ২ দশমিক ৩ শতাংশ।

আইএমএফের প্রতিবেদন জানিয়েছে, চলতি বছরে সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া অর্থনীতির একটি হতে যাচ্ছে সৌদি আরব। এরইমধ্যে দেশটিতে ব্যবসাবান্ধব বড় ধরনের সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে। আবার ইউক্রেন যুদ্ধের কারণে সৌদি তেলের বাজারও চাঙ্গা। বিভিন্ন দেশে জ্বালানির মূল্য আকাশছোঁয়া। সেই সুযোগ নিচ্ছে সৌদি আরব।

আরো পড়ুন>> গায়কের সঙ্গে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ নাচের ফিডিও ফাঁস!

উপসাগরীয় দেশটির জ্বালানির উৎপাদনও উল্লেখযোগ্য বেড়েছে। সব মিলিয়ে সৌদি অর্থনীতি এখন উঠতির দিকে রয়েছে। মহামারির কারণে সৌদি অর্থনীতি মন্দায় পড়লেও এখন সেখান থেকে উঠে আসতে সক্ষম হয়েছে।

আইএমএফ বলছে, তেল বিক্রি করে অতিরিক্ত আয় ভারসাম্যহীনভাবে খরচ করছে কিনা; তার ওপর নির্ভর করছে সৌদি অর্থনৈতিক পূর্বাভাস। সম্প্রতি মার্কিন অর্থনীতিকে বেশ কয়েকটি ধকল সইতে হয়েছে।

চলতি বছরে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির গড় মুদ্রাস্ফীতি ঘটতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। বর্তমানে যা সাড়ে ৮ শতাংশ হারে রয়েছে। আর পুরো বছরে সৌদি মুদ্রাস্ফীতি হতে পারে ২ দশমিক ৮ শতাংশ।

সূত্র: আরটি