হিমার্স অস্ত্র রাখার গুদাম, হাউইটজার কামান ধ্বংসের দাবি রাশিয়ার
প্রকাশিত : ০১:৫০ এএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
হিমার্স-অস্ত্র-রাখার-গুদাম-হাউইটজার-কামান-ধ্বংসের-দাবি-রাশিয়ার
শনিবার (২০ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের কালিব্র ক্ষেপণাস্ত্র দিয়ে গোলাবারুদের গুদামটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
এছাড়া খেরসন অঞ্চলে দুইটি এম৭৭৭ হাউইটজার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাপোরিজ্জিয়া অঞ্চলে তারা ইউক্রেনের একটি জ্বালানি ডিপোও ধ্বংস করে দিয়েছে যেটিতে ১০০ টনেরও বেশি ডিজেল ছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়।
আরো পড়ুন>> পুরুষদের সমকামিতা বৈধতা দিচ্ছে সিঙ্গাপুর
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা ইউক্রেনকে কয়েকশ’ কোটি ডলার মূল্যের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে। এগুলোর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবস্থাও রয়েছে।
কিয়েভের দাবি, যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রের প্রভাব পড়তে শুরু করেছে। সংঘাত শুরুর পর থেকে রাশিয়ার অন্তত ৩০টি সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ রাখার স্থানে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। এসব হামলায় পশ্চিমাদের পাঠানো একাধিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে।