পুরুষদের সমকামিতা বৈধতা দিচ্ছে সিঙ্গাপুর
প্রকাশিত : ১২:৫০ এএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
পুরুষদের-সমকামিতা-বৈধতা-দিচ্ছে-সিঙ্গাপুর
রোববার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর রক্ষণশীল সামাজিক দেশ হিসাবেই পরিচিত। দেশটিতে দণ্ডবিধি ‘৩৭৭এ' অনুযায়ী পুরুষ সমকাম নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি কয়েক বছরে ঔপনিবেশিক-যুগের ওই ‘৩৭৭এ’ আইন বিলুপ্তের দাবি ক্রমেই জোরাল হয়েছে।
সিঙ্গাপুর সরকার এর আগে এ আইন রাখতেই চেয়েছে। তবে আইনটি জোর করে কারও ওপর চাপিয়ে না দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল তারা, যাতে দু’পক্ষেরই সন্তুষ্টি বজায় থাকে।
আরো পড়ুন>> রুশ সেনাদের ‘বিষ প্রয়োগ’ করেছে ইউক্রেন
কিন্তু রোববার রাতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি বলেছেন, তারা আইনটি বাতিল করবেন। কারণ, তিনি মনে করেন “এটি করাটাই ঠিক এবং সিঙ্গাপুরবাসীদের বেশিরভাগই তা মেনে নেবেন।”
তিনি আরো বলেন, “পুরুষ সমকামীরা এখন সমাজে ভালভাবেই সমাদৃত হচ্ছে। তাই ৩৭৭এ তুলে দিলে দেশের আইন বর্তমান সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আর সিঙ্গাপুরের সমকামী পুরুষরাও কিছুটা স্বস্তি পাবে বলে আশা করছি।”
এদিকে সিঙ্গাপুরের এলজিবিটি (নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী) অধিকার কর্মীরা একে ‘মানবতার জয়’ বলে প্রশংসা করেছে।