শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুশ সেনাদের ‘বিষ প্রয়োগ’ করেছে ইউক্রেন

প্রকাশিত : ১২:৫০ এএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

রুশ-সেনাদের-বিষ-প্রয়োগ-করেছে-ইউক্রেন

রুশ-সেনাদের-বিষ-প্রয়োগ-করেছে-ইউক্রেন

ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনাদের বিষ প্রয়োগের অভিযোগ করেছে রাশিয়া।

শনিবার (২০ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে অভিযান চালানোর সময় গত জুলাই মাসের শেষ দিকে রুশ সেনাদের বিষ প্রয়োগ করা হয়।

তবে রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেছেন, মেয়াদোত্তীর্ণ মাংস খাওয়ার কারণেই রুশ সেনাদের দেহে বিষক্রিয়া হয়েছে।

রাশিয়ার ওই বিবৃতিতে আরও বলা হয়, বিষ প্রয়োগের শিকার বেশ কিছু রুশ সেনাকে গত ৩১ জুলাই একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাঁদের দেহে বিষাক্ত রাসায়নিকের বটুলিনাম টাইপ বি শনাক্ত হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার রাসায়নিক সন্ত্রাসবাদের ওপর নিষেধাজ্ঞা দিলেও রুশ সেনারা বিষ প্রয়োগের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সব প্রমাণ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ জন্য পরীক্ষার সব ধরনের ফলাফল বিশ্লেষণ করা হচ্ছে।

তবে কতজন সেনা বিষ প্রয়োগের শিকার হয়েছেন অথবা এখন তাঁদের অবস্থা কী কিংবা প্রমাণাদির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

বটুলিনাম টাইপ বি এমন একটি রাসায়নিক, যা মস্তিষ্কে বিষক্রিয়া ঘটায়। এতে বটুলিজম নামে একটি রোগের সৃষ্টি হয়। এটি দেহে প্রবেশ করলে স্নায়ু আক্রান্ত হয়। শ্বাসপ্রশ্বাসজনিত দুর্বলতা, পক্ষাঘাত এমনকি মৃত্যুও হয়। সাধারণত এটি খাবারে মিশিয়ে শত্রুপক্ষের লোকজনের শরীরে দেওয়া হয়। আবার চিকিৎসার কাজেও এর ব্যবহার রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সব পরীক্ষার ফলাফল তারা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ) কর্তৃপক্ষকে জানাবে।

সূত্র: আল-জাজিরা