ঘরেই বানিয়ে নিন ডিমের খোসার ফেসপ্যাক
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার
ঘরেই-বানিয়ে-নিন-ডিমের-খোসার-ফেসপ্যাক
যেভাবে বানাবেন
ডিমের খোসা নিন। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিন। এরপর এর মধ্যে ডিমের কুসুম মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে তাতে কিছু পরিমাণ বেসন মেশান। একটু মধু, অল্প হলুদ ব্যবহার করুন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ব্যবহার করুন এই ফেসপ্যাক।
কীভাবে লাগাবেন?
প্রথমে ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর এই ফেসপ্যাক পুরো মুখে আধঘণ্টা লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ মুছে নিয়ে অল্প ময়েশ্চারাইজার মেখে নিন। সপ্তাহে অন্তত ২ দিন এই ফেসপ্যাক ব্যবহার করুন। দেখবেন ত্বক টান টান হবে, জেল্লা ফিরে আসবে।
স্ক্রাবার হিসেবেও দারুণ কাজ করে ডিমের খোসা। ভালো করে গুঁড়া করে নিন। তারমধ্যে অল্প মধু মিশিয়ে রোজ এটি ব্যবহার করুন। ত্বকের বলিরেখা সরাতে দারুণ কাজ করবে এই ডিমের খোসা।