মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেনসেটিভ ত্বকের জন্য শেভিং 

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার

সেনসেটিভ-ত্বকের-জন্য-শেভিং 

সেনসেটিভ-ত্বকের-জন্য-শেভিং 

সোজা কথায় বলতে গেলে, এটির ভালো-খারাপ দুই বৈশিষ্ট্যই আছে। তবে ত্বক ও রোমের ধরন বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার ত্বক সেনসেটিভ হয়, তাহলে রেজার ব্যবহার করতে পারেন। কারণ এক্ষেত্রে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু শুধু এটুকু থেকেই যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে ভুল করবেন।

শেভিংয়ের সুবিধা অনেক। এতে ব্যথা কম হয়। দুইভাবে শেভিং করা যেতে পারে। সাধারণ রেজার দিয়ে আর ইলেকট্রিক রেজার দিয়ে। ওয়্যাক্সিংয়ের থেকে এতে খরচ কম হয়। সময়ও কম লাগে। তাই যদি আপনার পার্লারে যাওয়ার সময় না থাকে, তাহলে বাড়িতেই রেজার দিয়ে শেভিং করে নিতে পারেন।

শেভিংয়ের অসুবিধা
এতে কিন্তু আপনার ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মাঝে মাঝে চুলকানিও দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন কম শেভিং করতে। তার বদলে ওয়্যাক্সিং করলে ত্বকের ক্ষতির সম্ভাবনা কমে। শেভিংয়ের প্রভাব কিন্তু রোমের বৃদ্ধির উপরেও প্রভাব ফেলতে পারে। এছাড়া ত্বকে কালো দাগ হয়ে যেতে পারে। বারবার শেভিং করলে ত্বক খসখসে হয়ে যায়। সেই সঙ্গে রোম মোটা হতে থাকে।

নিতান্তই যদি রেজার ব্যবহার করতে হয়, তাহলে এর পরেই ময়শ্চরাইজার ব্যবহার করুন। একই রেজার খুব বেশি হলে দুই বার ব্যবহার করুন। তার বেশি নয়।