মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিষেকের পছন্দ বেগুনি ঠোঁট, আপনার?

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার

অভিষেকের-পছন্দ-বেগুনি-ঠোঁট-আপনার

অভিষেকের-পছন্দ-বেগুনি-ঠোঁট-আপনার

২০১৬-এ ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ঠিক এই রংয়ের লিপস্টিকই ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের ঠোঁটে। পাপারাৎজির চোখে পড়া ও পেজ থ্রি নিউজ হওয়ার মাঝের সময়টুকুও মেলেনি, তার মধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে সমালোচনার বুলেটে ক্ষতবিক্ষত হন ’৯৪-এর মিস ওয়ার্ল্ড। তবে  সেই রং আস্তে আস্তে হয়ে গেল ফ্যাশন ট্রেণ্ড। 

ডিজাইনার রেমি ক্যাডির নকশা করা পোশাকের সঙ্গে বেগুনি রঙে ঠোঁট রাঙিয়েছিলেন ঐশ্বরিয়া। তার এমন ফ্যাশন ধারণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব হাসাহাসি হয়েছিল এই নিয়ে। কেউ কেউ আবার তার ‘অন্য রকম’ সাজের প্রশংসাও করছিলেন। তবে, ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বলেছিলেন, ‘বেগুনি ঠোঁট অসাধারণ’।

জানেন? বেগুনি ঠোঁট দেখতে সাহসী লাগে। চাইলে নিজের ঠোঁট এই রঙে সাজাতে পারেন।

খেয়াল রাখুন: বেগুনি ঠোঁট রাঙাতে চাইলে মেকআপ রাখুন সাট্‌ল ও সফ্‌ট। যতটা মিনিমাল রাখা যায় আর কী। লিপস্টিকটাকে আলাদা করে হাইলাইট করতে মুখে ব্রোঞ্জার ও হাইলাইটার লাগাতে পারেন। এতে মুখে আলাদা গ্লো আসবে যা লিপস্টিকটাকে কমপ্লিমেন্ট দেবে। তবে তা পরিমাণে বেশি না হলে ভালো।

‘কিপ ইট সিম্পল’খুব বেশি এমন হাবভাব যেন না থাকে যাতে মনে হয় আলাদা করে লিপস্টিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করাতে চাইছেন। মনে রাখুন, যে কোনওরকমের সাজগোজের শেষ কথা কিন্তু ব্যক্তিত্ব। আপনি কীভাবে ক্যারি করছেন, সেটাই দিন শেষে ম্যাটার করবে।