রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৬ ১৪৩১   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের সব অর্জন ধ্বংসে কাজ করছে বিএনপি: কামরুল ইসলাম

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

দেশের-সব-অর্জন-ধ্বংসে-কাজ-করছে-বিএনপি-কামরুল-ইসলাম

দেশের-সব-অর্জন-ধ্বংসে-কাজ-করছে-বিএনপি-কামরুল-ইসলাম

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,  বাংলাদেশের সব অর্জন ধ্বংস করতে কাজ করছে বিএনপি। এরা বারবার হত্যা, খুন-সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করেছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত-নিহত পরিবারের সদস্যদের উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, তারেক রহমান ও বাবর ২১ আগস্টের গ্রেনেড হামলায় সরাসরি জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তদন্ত চার্জশিটে জঙ্গিরা তারেক রহমানের সঙ্গে দুবার হাওয়া ভবনে মিটিং করেছে। সে বৈঠকে হামলার পরিকল্পনা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া সরকারের প্রত্যক্ষ মদদে সেদিন গ্রেনেড হামলা হয়েছিল। তারা নেত্রীর নিরাপত্তার ব্যবস্থা করেনি এবং সমাবেশে নিরাপত্তা দেয়নি। সেদিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ডাক্তাররা হাসপাতালে তালা মেরে চলে গেছে। ঐ ঘটনার আলামত পানি দিয়ে মুছে ফেলেছে। বিএনপি সেদিন জজ মিয়া নাটক সাজিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে।  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এ অপশক্তি রাজনীতি থেকে ফিরে না গেলে রাজনীতিতে সুষ্ঠু অবস্থা ফিরে আসবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মো. আবু কাউসার প্রমুখ।