রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৬ ১৪৩১   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আমাদের মাঝে রয়েছে জাতির পিতার আদর্শ: বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

আমাদের-মাঝে-রয়েছে-জাতির-পিতার-আদর্শ-বাহাউদ্দিন-নাছিম

আমাদের-মাঝে-রয়েছে-জাতির-পিতার-আদর্শ-বাহাউদ্দিন-নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতির পিতা আজ আমাদের মাঝে নেই। তবে তার আদর্শ আমাদের মাঝে রয়েছে। তিনি শুধু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ১৩ বছর জেলে কাটিয়েছেন। 

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার আদর্শে এগিয়ে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনা। এখনো তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ও তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যও যাতে বেঁচে না থাকে। 

তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এরা খুনি ও ষড়যন্ত্রকারীদের সংগঠন। এরা দেশের সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এরা সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের উত্থানে জড়িত। এরাই একুশে আগস্টের গ্রেনেড হামলা করেছে। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন এতটাই দেউলিয়া হয়ে গেছে যে তারা যাদের কোনো জনসমর্থন নেই এমন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করে। তাদের সঙ্গে প্রতিদিন আলোচনা করে। তাদের নিয়ে শেখ হাসিনা সরকারকে হটানোর চিন্তা করে। দেশের মানুষ এখন এদের চিনে গেছে। এদের কোনো জনসমর্থন নেই। দেশের মানুষ এখন আর বিএনপিকে সমর্থন করে না। 

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। 

আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী প্রমুখ।