গ্রাফিতিতে সেজেছে জামালখান
প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
গ্রাফিতিতে-সেজেছে-জামালখান
জামালখানে সড়কের পাশ দিয়ে হেঁটে যেতেই এখন চোখে পড়বে নানা রঙের দেয়াল গ্রাফিতি। চাঁদের বুড়ি, গোপালভাঁড়, ঠাকুরমার ঝুলি, আলাদিন থেকে শুরু করে দেশি–বিদেশি নানা কার্টুনের চিত্রকর্ম ফুটে উঠেছে জামালখানে। অ্যাকুরিয়াম পার্কের পাশে সড়কের দেয়াল ঘিরে এসব গ্রাফিতি যে আরো নান্দনিক করে তুলেছে জামালখানকে। স্বেচ্ছায় একদল শিক্ষার্থী রঙিন করে তুলছে এসব দেয়াল।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এক্সজিল ও তার বন্ধু এক্সঅফের অনন্য প্রতিভায় ফুটে উঠেছে রঙিন সব গ্রাফিতি।
এসব গ্রাফিতি মানুষজন খুব পছন্দ করেছে। যারাই এখানে ঘুরতে আসছে সবাই গ্রাফিতির সামনে দাঁড়িয়ে নিজেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত৷ শিক্ষার্থী থেকে শুরু করে পেশাজীবীরা এখানে এসে ছবি তুলছেন ৷ অনেক শিক্ষার্থী ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশও করছে। এসব চিত্রকর্ম ঘিরে তরুণদের আগ্রহই সবচেয়ে বেশি।
চট্টগ্রাম মহানগরীর জামালখান ওয়ার্ড এখন ‘দৃষ্টিনন্দন’ একটি ওয়ার্ড। আধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্নতা, ঐতিহ্য–সংস্কৃতির আধার হয়ে উঠেছে এক বর্গকিলোমিটারের এই ওয়ার্ড। রাত হলেই লাইটের আলোয় বাড়ছে গ্রাফিতির সৌন্দর্য। আপনিও দেখে আসতে পারেন চট্টগ্রামের জামালখান সড়কের এই সৌন্দর্য।
যেভাবে যাবেন: ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোন বাস বা ট্রেনে পৌঁছে যেতে পারেন চট্টগ্রাম।