যেসব নিময় মেনে শাড়িতে স্বচ্ছন্দবোধ করতে পারেন
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
যেসব-নিময়-মেনে-শাড়িতে-স্বচ্ছন্দবোধ-করতে-পারেন
বেশি কুঁচির জন্য
শাড়িতে যতো কুঁচি পড়বে দেখতে ততোই ভাল লাগে। এক্ষেত্রে শাড়িটি প্রথম কোথায় গুজছেন, তা গুরুত্বপূর্ণ। নাভি থেকে ডান দিকে সরিয়ে শাড়ির কোনা গুঁজতে শুরু করুন। তা হলেই বেশি কুঁচি পড়বে।
সেফটিপিনের সঙ্গে টিস্যু
শাড়ি পরার সময় সেফটিপিনের সঙ্গে লেগে ভালো শাড়ি নষ্ট হয়ে যায়। দামি শাড়ি সেফটি পিনের কারণে ছিড়ে গেলে আক্ষেপের শেষ থাকে না। ডলি জানিয়েছেন, সেফটিপিনে একটি ছোট ঝুটো চুলে লাগানোর মুক্তো ঢুকিয়ে নিলেই হবে সমস্যার সমাধান। মুক্ত না পেলে বোতাম, টিস্যু দিয়েও হতে পারে মুশকিল আসান।
চিকন দেখাতে চাইলে চওড়া পাড়ের শাড়ি এড়িয়ে চলুন
অনেকেই মনে করেন, শাড়ি পরলেই দেখতে মোটা লাগে। কিন্তু জানেন কী, প্লিট করে শাড়ি পড়ার সময় সব সময় খেয়াল করতে হবে যেন প্লিট কাঁধের বাইরে বেরিয়ে না যায়। প্লিট করে শাড়ি পড়ার সময় চওড়া পাড়ের শাড়ি এড়িয়ে চলাই ভালো। এতে আর মোটা লাগে না।
আঁচল লম্বা রাখতে হবে
অনেকের ধারণা শাড়ি পরলে বেঁটে লাগে। প্লিট করে শাড়ি পরার সময় আঁচলের দৈর্ঘ্য যেন হাঁটুর নীচে থাকে সেদিকে খেয়াল করতে হবে। আঁচল লম্বা হলে দেখতে বেশ লম্বা লাগবে।
উল্লেখ্য, অনেকেই অনুষ্ঠানে একটু কারুকাজ করা জুতা পরেন। কিন্তু হাঁটার সময়ে তাতে শাড়ি আটকে ছিঁড়ে যেতে পারে। এই সমস্যা এড়াতে জুতার উপর মোমের ফোটা ফেলে পরিষ্কার কাপড় দিয়ে ঘষে নিতে পারেন। তাহলে জুতার চাকচিক্যও বাড়বে আর জুতার উপরে থাকা পাথরের তীক্ষ্মতাও কমবে। সুন্দর লাগবে।