ত্বকের পরিচর্যায় যেভাবে ব্যবহার করবেন চাল
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
ত্বকের-পরিচর্যায়-যেভাবে-ব্যবহার-করবেন-চাল
চালের গুঁড়ার মাস্ক
একটি পাত্রে তিন টেবিল চামচ চালের গুঁড়া নিন। তাতে অ্যালোভেরার জেল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে মুখে ও ঘাড়ে মেখে রাখুন। শুকিয়ে এলে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে অন্তত দুই-তিন দিন এই মাস্কটি ব্যবহার করুন।
চাল ধোয়া জল
চাল ধুয়ে সেই পানি ফেলে দেবেন না। পানি ফুটিয়ে নিন। ঠাণ্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। গোসল করে উঠে বা রাতে শোয়ার আগে এটি ত্বকে ব্যবহার করুন। রোমকূপ উন্মুক্ত থাকলে যে সব সমস্যা হয়, তা দূর হবে সহজেই
চালের গুঁড়া আর দই
আধা কাপ চালের গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে রাখুন। ব্রাশ দিয়ে ঘষে নিন। ত্বকের মড়া চামড়া উঠে আসবে। ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।