রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৬ ১৪৩১   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে রাজনীতি কলুষিত করেন জিয়া: আমু

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

গোলাম-আজমকে-নাগরিকত্ব-দিয়ে-রাজনীতি-কলুষিত-করেন-জিয়া-আমু

গোলাম-আজমকে-নাগরিকত্ব-দিয়ে-রাজনীতি-কলুষিত-করেন-জিয়া-আমু

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া নাগরিকত্বহীন গোলাম আজমকে দেশে এনে নাগরিকত্ব দিয়েই এদেশের রাজনীতি কলুষিত করেছেন।

বুধবার বিকেলে ঝালকাঠি শহরের সাধনার মোড়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই থেমে থাকেনি, বঙ্গন্ধুর অনুপস্থিতিতে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যাদের অবদান দেশের স্বাধীনতা অর্জন করেছিল সেই জাতীয় ৪ নেতাকেও হত্যা করা হয়েছে। খুনিরা চেয়েছিল তাদের হত্যার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মুছে দিতে।

তিনি বলেন, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এবং যে নেতা দেশ স্বাধীন করেছেন, সেই নেতাকে হত্যা করা কোনো চাট্টিখানি ষড়যন্ত্র ছিল না। এটা মহাপরিকল্পনা ছিল। এর ভেতরে বহু সামরিক জান্তা ছিল, বহু আন্তর্জাতিক যড়যন্ত্র ছিল।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদস্য ও এমপি আমুর কন্যা ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করীম জাকির প্রমুখ।