সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৫৫ দেশ ভ্রমণের কৃতিত্ব, ‘সাকসেস অ্যাওয়ার্ড’ পেলেন নাজমুন নাহার

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

১৫৫-দেশ-ভ্রমণের-কৃতিত্ব-সাকসেস-অ্যাওয়ার্ড-পেলেন-নাজমুন-নাহার

১৫৫-দেশ-ভ্রমণের-কৃতিত্ব-সাকসেস-অ্যাওয়ার্ড-পেলেন-নাজমুন-নাহার

প্রথম বাংলাদেশী হিসেবে ১৫৫ দেশ ভ্রমণের রেকর্ড করেন নাজমুন নাহার। বিশ্বের সর্বাধিক দেশে লাল সবুজের পতাকা বহনের কৃতিত্ব স্বরূপ নাজমুন নাহারকে ‘সাকসেস অ্যাওয়ার্ড ২০২২’ ও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে নাজমুন নাহারের এ পুরস্কার তুলে দেন সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মো. মোশারফ হোসেন। এর আগে এই সম্মাননাটি পান এভারেস্ট বিজয়ী এম এ মুহিতসহ অন্যান্য সফল ব্যক্তিত্বরা।

ড. মোশারফ হোসেন বলেন, ‘নাজমুন নাহারের অবদান বাংলাদেশের জন্য সত্যিই গর্বের। নাজমুন স্ট্রাগল করে সাকসেস হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। তাই আমরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিদ্যাপীঠে সম্মাননায় ভূষিত করলাম।

ছবি: সংগৃহীত

তারপর নাজমুন নাহারের বক্তব্যে আন্দোলিত হয়েছে বিশ্ব ভ্রমণের স্বপ্ন, সংগ্রাম ও সফলতার কথা। এই অনুপ্রেরণাদায়ক নারী পুরো বিশ্বকে তুলে এনে সবাইকে তার অসাধারণ বক্তব্যের মাধ্যমে ভ্রমণ করালেন কিছুক্ষণ। সবার করতালি, ভালোবাসা, আনন্দে মুখরিত হয়েছিল বিশেষ মুহূর্তটি। তারপর বাংলাদেশ টেলিভিশনের শিল্পী শামীম রেজা নাজমুন নাহারকে নিয়ে রচিত সংগীত পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশের পতাকাবাহী সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশী নাজমুন নাহার ১৫৫ তম দেশ হিসেবে ভ্রমন করেন তাজিকিস্তান। দেশে- বিদেশে এই প্রজন্মের নারীদের জন্য এক উদাহরণ সৃষ্টি করেন নাজমুন। দীর্ঘ ২২ বছর বিশ্ব ভ্রমণের নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে পার করলেও তার রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক অসংখ্য অর্জন ও সম্মাননা।