দুই সন্তানের মধ্যে প্রায়ই ঝগড়া হয়? সামলাবেন যেভাবে
প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
দুই-সন্তানের-মধ্যে-প্রায়ই-ঝগড়া-হয়-সামলাবেন-যেভাবে
হয়তো নিজেদের অজান্তেই দুই ভাই বা দুই বোন হয়ে ওঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী। পরিণত বয়সে এই মনোভাব যেন সুস্থ সম্পর্কের পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়, তার প্রস্তুতি ছোট বয়স থেকেই নেয়া প্রয়োজন। সে ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকা অনস্বীকার্য। চলুন দেখে নেয়া যাক কোন পথে গেলে এই সমস্যা রোধ করা যায়-
>>> বড় সন্তান যখন তার ভাই অথবা বোনের জন্য কিছু করবে, আপনি তাকে প্রশংসায় ভরিয়ে দিন। পরবর্তী ক্ষেত্রে ছোট জনও সেটা মনে রেখে সেটাই করবে।
>>> ছোট সন্তানের ক্ষেত্রেও বার বার বড় জনের দৃষ্টান্ত তুলে ধরা ঠিক কাজ নয়। বড় জন কিছু করেনি বলে ছোট জন সেই কাজ করতে পারবে না- এমনটা না বলে সার্বিক ভাবে তার কাজের নৈতিক মূল্য বিচার করা সমীচীন।
>>> দুইজনের মধ্যে কোনো এক জনের প্রতি বেশি নজর দেবেন না। দুইজনের প্রতিই আপনার আচরণ যেন সমান থাকে।
>>> ভাই-বোনের মধ্যে ঝগড়া হতেই পারে। সে ক্ষেত্রে তার নিষ্পত্তি করতে গিয়ে বাবা-মাও যদি দুই সন্তানের মধ্যে ভাগ হয়ে যান, সেটা কাম্য নয়। ছোটখাটো ঝগড়া তাদের নিজেদের মতো করে মিটিয়ে নিতে দিন। বড় সমস্যা হলে দুইপক্ষের কথা মন দিয়ে শুনুন।
>>> দুইজনের মধ্যে দায়িত্ব ভাগ করে দিন। কাজটি শেষ করতে কোনো সাহায্য করবেন না। বরং সুযোগ করে দিন, যাতে একে অপরের প্রতি সাহায্য নিয়ে কাজটি করে।