সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেড়শত বছরের বৃটিশ জামে মসজিদ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

দেড়শত-বছরের-বৃটিশ-জামে-মসজিদ

দেড়শত-বছরের-বৃটিশ-জামে-মসজিদ

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের সীমান্তবর্তী দেবীপুর গ্রামে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বৃটিশ জামে মসজিদ। ভারত-বাংলাদেশ সীমান্ত রেখায় কারী মুসলিমরা এই মসজিদে নামাজ আদায় করতেন। নোম্যান্সল্যান্ডের সিমানা পিলারের বাংলাদেশের অবস্থানে মসজিদটি দাঁড়িয়ে আছে প্রায় দেড়শত বছর। মসজিদটি দেখতে দোতলা বিশিষ্ট মনে হলেও আসলে এটি একতলা।

মসজিদের বয়োবৃদ্ধ কয়েকজন মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, এখনো গ্রামের বয়োবৃদ্ধ কিছু মুসল্লি তাদের বাপদাদাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এই মসজিদে এসে নামাজ আদায় করেন।

স্থানীয় ইউপি সদস্য  বলেন, মসজিদটি দেখতে দূর দুরান্ত থেকে অনেক পর্যটক আসেন এবং সংষ্কার হওয়ার কারনে মসজিদটি ফেনী জেলার স্থাপত্য শৈলীর তালিকায় অন্তর্ভুক্ত হলে মসজিদ ও মসজিদের আশপাশ ভ্রমণবিলাসীদের জন্য একটি পর্যটন স্পট হিসেবে গড়ে উঠতে পারে।

মসজিদের ইমাম জানান, বেশ কয়েকমাস আগেও এই মসজিদে ছিল না কোনো বিদুৎ, মাইক, টয়লেট বর্তমানে সবই আছে।

বাংলাদেশের যেকোন জায়গা থেকে ফেনী গিয়ে সেখান থেকে ফুলগাজী যেতে হবে। ফুলগাজী থেকে রিকশায় যাওয়া যাবে বৃটিশ জামে মসজিদ দেখতে। ঢাকা থেকে পরশুরামগামী ইস্টার লাইন বাসে সরাসরি ফুলগাজী যাওয়া যায়। এতে খরচ পড়বে প্রায় ৩০০টাকা।