মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘুমানোর আগে জীবনসঙ্গীর ভালোবাসার যত্ন নিচ্ছেন তো?

প্রকাশিত : ১২:৩৮ এএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

ঘুমানোর-আগে-জীবনসঙ্গীর-ভালোবাসার-যত্ন-নিচ্ছেন-তো

ঘুমানোর-আগে-জীবনসঙ্গীর-ভালোবাসার-যত্ন-নিচ্ছেন-তো

রাগ, অভিমান ছাড়া দাম্পত্য জীবন মধুর হয়?-না। সংসারে রাগ, দুঃখ, অভিমান তো থাকবেই৷ কিন্তু তাই বলে রাগ যেন বেশিক্ষণ না থাকে৷ দিনের শেষে রাগ ভুলে অপরের কাছে এগিযে যান৷ রাগ বা মান ভাঙানোর উত্তম সময় ঘুমের আগের সময়টা৷ তা না হলে দু’জনকেই হয়ত না ঘুমিয়ে সারাটা রাত কাটাতে হবে, যার প্রভাব পড়বে পরবর্তীতেও৷

>>প্রায়ই দেখা যায় স্বামী-স্ত্রী দুই জনে একসঙ্গে বাইরে থেকে ফিরলেন৷ কিন্তু খাবার তৈরি বা সংসারের অন্য কাজে লেগে গেলেন স্ত্রী৷ আর স্বামী টিভি চালিয়ে বসলেন সোফায়৷ এমনটা না করে বরং সংসারের কাজকর্ম দুই জনে মিলেমিশে শেষ করে, পরে একসঙ্গে দুইজন মিলে টিভি দেখুন বা গল্প করুন৷ সারাদিন কে কী করলেন একে অপরেকে জানান৷

>>একসঙ্গে থাকতে গেলে অনেক সময় ছোটখাটো অভ্যাসগুলো অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়৷ একজন হয়ত সব সময় মোজা খুলে বিছানায় রেখে দেন৷ আবার অপরজন চুথপেস্টের ঢাকনা লাগাতে যান ভুলে৷ অনেক পরিবারে এসব ছোটখাটো বিষয় নিয়ে অযথা ঝগড়া শুরু হয়৷ এগুলো নিয়ে বার বার আলোচনা করলে ভালোবাসার মানসিকতা নষ্ট হয়।  তাই এই সব বিষয়গুলো এড়িয়ে চললে জীবন কিন্তু অনেক মধুর হতে পারে৷

>>সব মানুষই মাঝে মাঝে তার কাজের স্বীকৃতি চায়, এমনকি সংসারের কাজের ক্ষেত্রেও৷ তাই মাঝে মধ্যে একে অপরকে সে কথা জানান৷ আরো রোমান্টিক হয়, যদি কথাটা জানানো যায় ছোট্ট একটি ‘নোট’ লিখে অথবা এসএমএস দিয়ে জানাতে পারেন৷ দেখবেন পরের দিন কাজের আগ্রহ তো বাড়বেই, তার সঙ্গে আপন মানুষটিকে মনে হবে আরো কাছের৷

>>অনেকদিন একসঙ্গে থাকার ফলে সব কিছুই কেমন যেন সাধারণ ব্যাপার হয়ে যায়৷ তাই বিশেষজ্ঞরা বলেন, নতুন পোশাক বা হেয়ার স্টাইলে আপনার সঙ্গিকে সুন্দর লাগছে – এ কথা বলতে একদম সংকোচ করবেন না৷ আসলে এমন ছোটখাটো প্রশংসার ‘প্রভাব’ কিন্তু অনেক বড় হয়৷ 

>>ভালোবাসা গাছের মতো, যতো যত্ন করা যাবে ততোই বাড়বে৷ ভালোবাসার স্পর্শে ডালপালা ফলে-ফুলে ভরে যায়, আর অযত্নে যায় শুকিয়ে৷ অনেক দম্পতি মনে করেন, ‘ভালোই তো আছি, আবার ভালোবাসা দেখাতে হবে কেন? অথচ ভালোবাসা দেখালে দাম্পত্য জীবন হতে পারে আরো মধুময়৷ ঠিক গাছের মতোই যত্ন নিন৷ হঠাৎ করেই ছোটখাটো উপহার দিয়ে প্রিয়জনকে  চমকে দিন!

সূত্র: ডয়েচে ভেলে