জিন্সের কাপড় ধোয়ার পর ফ্যাকাসে হয়ে যাচ্ছে, রইল রং ধরে রাখার উপায়
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৪ আগস্ট ২০২২ রোববার
জিন্সের-কাপড়-ধোয়ার-পর-ফ্যাকাসে-হয়ে-যাচ্ছে-রইল-রং-ধরে-রাখার-উপায়
>>> অনেকেরই অভ্যাস আছে জিন্সটা একই রেখে জামাটা বদলে বদলে পরার। বেশি বার জিন্স ধোয়ার পর রং ফ্যাকাসে হয়ে যায়। তাই ঘুরিয়ে-ফিরিয়ে জিন্স পরেন। বেশি ঘন ঘন ধোয়া হয় না। এতে বেশি দিন টিকবে।
>>> জামাকাপড় বেশি নোংরা হলে অনেক সময়েই গরম পানিতে ধোয়া হয়। ডেনিমের ক্ষেত্রে কিন্তু সেই ভুল করবেন না। ডেনিম সব সময়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তা হলেই রং টিকবে।
>>> ডেনিম সব সময়ে উল্টো করে ধোয়া উচিত। এতে রং ফিকে হবে না। ডেনিম হাতে ধুলেই ভালো। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে খারাপ হবে তাড়াতাড়ি।
>>> ডেনিমের রং ধরে রাখতে ধোঁয়ার সময়ে বালতির পানিতে মেশান কয়েক ফোঁটা ভিনিগার।
>>> কাচা-কুচির পর জিন্স নিংড়াবেন না। বরং টানটান করে পানি ঝরাতে মেলে দিন। খানিক ক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন। রং টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন।