ঘরের সৌন্দর্য বাড়াতে ময়দার ব্যবহার
প্রকাশিত : ০২:৩৮ এএম, ১৪ আগস্ট ২০২২ রোববার
ঘরের-সৌন্দর্য-বাড়াতে-ময়দার-ব্যবহার
ওভেন তেলতেলে হয়ে গেলে সাবান বা অন্য কোনো ডিটারজেন্ট ব্যবহার করার দরকার নেই। বরং অল্প পরিমাণ ময়দা পানিতে মিশিয়ে নিয়ে পুরো ওভেনে মেখে দিন। এভাবে কিছুক্ষণ রেখে দিন। এরপর একটি শুকনা কাপড় দিয়ে হালকা হাতে ঘষে নিলেই দেখবেন তেলতেলেভাব একেবারে দূর হয়ে যাবে।
>>সিঙ্ক নোংরা হয়ে গেলে, কিংবা কালচে দাগ পড়ে গেলে, অল্প পরিমাণ ময়দা ঢেলে ছিটিয়ে দিন। কিছুক্ষণ রেখে শুকনো কাপড় বা স্পঞ্জ দিয়ে ঘষে নিলেই ঝকঝকে হয়ে উঠবে আপনার সিঙ্ক।
>>রান্নাঘরে তেলাপোকার উৎপাত বেড়েছে? ময়দার সঙ্গে কিছুটা পরিমাণ কপূর মিশিয়ে নিন। রান্নাঘরের কোণায় ছড়িয়ে দিন সেই ময়দা। দেখবেন তেলাপোকার উৎপাত কমে যাবে।
>>আয়নায় অনেক সময় ছোপ ছোপ দাগ হয়। অনেক রকম চেষ্টার পরেও সেই দাগ দূর হয় না। কোনও চিন্তা নেই। সামান্য পরিমাণ ময়দার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। আয়নায় ভাল করে মাখিয়ে দিন। কিছুক্ষণ রেখে শুকনা কাপড় দিয়ে আয়না মুছে নিন। দেখবেন দাগ উঠে গিয়ে আয়না ঝকঝকে হয়ে উঠেছে।
>>অনেক সময় সাদা মেঝেতে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়। অল্প পরিমাণ ময়দার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর সেই পেস্ট দাগের উপর লাগিয়ে দিন। কিছুক্ষণ রেখে ভেজা কাপড় দিয়ে ঘষে নিলেই দেখবেন দাগ উঠে গেছে।