মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফিসে নারী পুরুষ বৈষম্য কাটাতে পারে এক কাপ চা

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার

অফিসে-নারী-পুরুষ-বৈষম্য-কাটাতে-পারে-এক-কাপ-চা

অফিসে-নারী-পুরুষ-বৈষম্য-কাটাতে-পারে-এক-কাপ-চা

ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। অভ্যাসবশত অফিসে এই সময়ে চা খাওয়া হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে ঘটনাটি অন্যরকম। সাধারণত নারী কলিগরা চা বানিয়ে নিজেরা খান এবং পুরুষ কলিগদেরকেও দেন। দৈনিক প্রভাতী অফিসের এই পারিবারিক পরিবেশ নিত্যদিনের। এতে নিজেদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হয়। কিন্তু আজ যা ঘটলো তাতে মনে হলো দৈনিক প্রভাতীের পুরুষ কলিগরা আন্তরিকভাবেই নারী কলিগদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন না। শুক্রবার সকাল ১১টার দিকে কাজের ডেস্ক ছেড়ে ডাইনিংয়ে যাওয়ার আগেই চা নিয়ে হাজির হলেন দৈনিক প্রভাতীের সহ সম্পাদক রাসিব মোস্তফা। দৃশ্যটি সুন্দর, আন্তরিক এবং নান্দনিকও বটে! 

দৈনিক প্রভাতীের সহ-সম্পাদক রোকসানা নূর বলেন, ‘আমি জাস্ট অবাক হয়ে গেছি। এমন কাজের পরিবেশ যেকোনো সহকর্মীর জন্য আনন্দের এবং সমান সম্মানজনক।’

আরেক সহ-সম্পাদক ‘সাদিকা আক্তার বলেন, বিষয়টি ভালো লেগেছে। মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটতেই পারে। আমরা দিনের বেশিরভাগ সময় কলিগদের পাশাপাশি থেকে কাজ করি। এক কাপ চা এগিয়ে দেওয়া মানে আন্তরিকতা এবং এতে প্রমাণ হয় নারী পুরুষ বৈষম্য দৈনিক প্রভাতীের পুরুষ কর্মীরা করেন না। তাদেরকে আন্তরিক ধন্যবাদ।’

রাসিব মোস্তফা বলেন, ‘সচারচর আপারা (নারী কলিগরা) আমাদের চা বানিয়ে খাওয়ান। আমরা শুধু খেয়ে যাই, আজ সকালে মনে হলো আমরাওতো একদিন চা বানিয়ে আপাদের খাওয়াতে পারি। সেই চিন্তা থেকে চা বানানো।’

আমাদের অফিসগুলোতে নারী-পুরুষকে সম্মান করবে, পুরুষ নারীকে সম্মান করবে। কাজের পরিবেশ হবে সুষ্ঠু ও সুন্দর-এমনটাই প্রত্যাশা।