সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনডিপিতে চাকরি, শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন

প্রকাশিত : ১১:০০ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

এনডিপিতে-চাকরি-শুধুমাত্র-নারীরা-আবেদন-করতে-পারবেন

এনডিপিতে-চাকরি-শুধুমাত্র-নারীরা-আবেদন-করতে-পারবেন

এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে বা ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ২০ আগস্ট ২০২২।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
বিভাগ: এইচআর অ্যাণ্ড অ্যাডমিন
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচআরে এমবিএ ডিগ্রি অথবা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি। সেক্ষেত্রে এইআর মেজর বিষয় থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে বেসরকারি সংস্থার কর্মী বিধি জানতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, ই-মেইল, ইন্টারনেট, গুগল ডকস, স্প্রেডশিড ও এইচআর ডেটাবেজের কাজ জানতে হবে। পে-রোল সার্ভিসের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: সিরাজগঞ্জ
বেতন: ছয় মাস প্রবেশনকালে মাসিক বেতন ৬০ হাজার -৭০ হাজার টাকা।
অন্যান্য সুবিধা: ছয় মাস পর চাকরি স্থায়ী হলে সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন বেড়ে যাবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ও উৎসব বোনাসের সুযোগ আছে।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের ফরওয়ার্ডিং লেটারসহ সিভি ই-মেইল করতে হবে। এছাড়া ফরওয়ার্ডিং লেটার, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, সংশ্লিষ্ট নথিপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদসহ সিভি ডাকযোগে বা সরাসরি পাঠানো যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এক্সিকিউটিভ ডিরেক্টর, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), কাজী মতিয়ার রহমান রোড, মাসুমপুর, সিরাজগঞ্জ। পোস্ট বক্স নম্বর: ২। ই-মেইল ঠিকানা: [email protected] ও [email protected]

 নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।