দেশের প্রেক্ষাগৃহে ‘রিকশা গার্ল’ মুক্তির প্রক্রিয়ায় অমিতাভ
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
দেশের-প্রেক্ষাগৃহে-রিকশা-গার্ল-মুক্তির-প্রক্রিয়ায়-অমিতাভ
মূলত সেন্সর বোর্ডে সিনেমা জমা দেয়ার জন্য এফডিসি থেকে অনাপত্তিপত্র নিতে হয়। সিনেমা নির্মাণের জন্য এফডিসির কারিগরি সহায়তা নিয়ে টাকা পরিশোধ করা হয়েছে কি হয়নি সেটাই এ অনাপত্তিপত্রে উল্লেখ থাকে।
রিকশা গার্ল সিনেমার অনাপত্তিপত্রে উল্লেখ আছে, চলচ্চিত্রটি এফডিসিতে তালিকাভুক্ত হয়ে এফডিসির কারিগরি সহায়তা গ্রহণ করেছে। চলচ্চিত্রটির কাছে এফডিসির কোনো পাওনা না থাকায় অনাপত্তি দেয়া হয়েছে সিনেমাটিকে।
অমিতাভ রেজা বলেন, আমরা সিনেমাটি সেন্সরে জমা দেব জন্য অনাপত্তিপত্র সংগ্রহ করেছি। আমরা সিনেমাটি মুক্তি দিতে চাই। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি অমিতাভ রেজা।
রিকশা গার্ল সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান, একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য রিকশা গার্ল অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
রিকশা গার্ল সিনেমাটি অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা। এটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করেছেন এনরিক জে অ্যাডামস।
এফডিসির অনাপত্তিপত্রে সিনেমাটির ব্যানার হিসেবে উল্লেখ আছে ‘মেসার্স রিকশা গার্ল দ্য মুভি বিডি’ এবং প্রযোজক হিসেবে রয়েছে এম এইচ এম শিহাব আহমেদের নাম।