সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অক্সফাম বাংলাদেশে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

প্রকাশিত : ১১:০০ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

অক্সফাম-বাংলাদেশে-আকর্ষণীয়-বেতনে-চাকরির-সুযোগ

অক্সফাম-বাংলাদেশে-আকর্ষণীয়-বেতনে-চাকরির-সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশ। সংস্থাটি বাংলাদেশে পিএইচপি কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২২।

পদের নাম: পিএইচপি কো-অর্ডিনেটর, সিই অ্যান্ড সিপিটি–এইচপি থ্রি প্রজেক্ট
বিভাগ: ইন্টারন্যাশনাল
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান/ সমাজবিজ্ঞান/ কমিউনিকেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট স্টাডিজ, সিভিল/ ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ বা ওয়াস প্রোগ্রামিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন: বেতন ১৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা।
সুযোগ–সুবিধা: ১৩ মাসে বেতন ১৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা। এছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেণ্ট ফাণ্ড, গ্র্যাচুইটি, ছুটি ও ইনস্যুরেন্সের সুবিধা আছে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা অক্সফামের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role–এ ক্লিক করে আবেদন করতে পারবেন।