চুলের যত্নে চাল ধোয়া পানিই যথেষ্ট!
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার
চুলের-যত্নে-চাল-ধোয়া-পানিই-যথেষ্ট
বহু প্রাচীনকাল থেকেই চালের ধোয়া পানি খুবই কার্যকরী ফল দিয়েছে। বলা হচ্ছে, চুলের যত্ন হোক বা ত্বকের যত্নে এই চালের ধোয়া পানি খুবই উপকার দিয়ে থাকে। এই চাল ধোয়া পানিতে ভিটামিন বি, সি, আই, ফলিক অ্যাসিড রয়েছে। আর ম্যাগনেশিয়ামে ভরা থাকে এই পানি।
বিভিন্ন গবেষণা দাবি করছে, চাল ধোয়া পানি যদি প্রতিদিন ব্যবহার করা যায়, তাহলে তা চুলকে যেমন ঘন করে তোলে, তেমনই তা লম্বাও হয়। তবে কীভাবে এই চাল ধোয়া পানি চুলের জন্য কার্যকর হয়, তা দেখে নেয়া যাক।
চাল ধোয়া পানি কীভাবে চুলের যত্নে ব্যবহার করা যায়-
চালের পানি চুলের যত্নে তৈরি করে রাখতে হলে এক মুঠো চাল দিতে হবে পানিতে। চাল ভালো করে ধুয়ে নিতে হবে। তা দিয়ে দিতে হবে পানিতে। পানি ক্রমেই গাঢ় হতে থাকবে। এরপরও রয়েছে করণীয় কিছু কাজ।
চালের ধোয়া পানি একটি পাত্রে রাখতে হবে। এরপর ১২ ঘণ্টা আলাদা ওই পাত্রে রাখতে হবে চালের ধোয়া পানি। তারপর ওই চালের ধোয়া পানি একটি বোতলে রাখতে হবে। তারপর তা কন্ডিশনার হিসাবে ব্যবহার করা যেতে পারে।
চুলের গোড়া শক্ত হয় নিয়মিত আমলকির রস খেলে। এমনকী চুল কালোও হতে পারে এর ফলে। নিয়মিত সকালবেলা এক গ্লাস করে এই ফলের রস খেলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যায়।
চালের ভেজানো পানি চুলের পক্ষে খুবই ভালো। চুলকে যেমন এটি মজবুত রাখে, তেমন একে হারানো চমকও ফিরিয়ে দেয়। চালের পানিতে থাকা নিয়াসিন ও ফলিক অ্যাসিড হেয়ার সেলকে তৈরি হতে সাহায্য করে।