মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ কাঁচা মরিচ রফতানি
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
মধ্যপ্রাচ্যে-বিপুল-পরিমাণ-কাঁচা-মরিচ-রফতানি
কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, জেলার বারাঙ্গালি হাট থেকে কয়েকটি রপ্তানি সংস্থার মাধ্যমে প্রতিদিন সৌদি আরব, দুবাই ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিপুল পরিমাণ কাঁচা মরিচ রপ্তানি হচ্ছে।
জেলার তিনটি উপজেলা শিবালয়, হরিরামপুর ও ঘিওরে মূলত কাঁচা মরিচের চাষাবাদ হয়। চলতি মৌসুমে জেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পেয়ে খুব খুশি।
তাজুদ্দিন এন্টারপ্রাইজের পরিচালক তাজুদ্দিন বলেন, বিগত কয়েক বছর ধরে কয়েকজন কাঁচা মরিচ ব্যবসায়ী মধ্যপ্রাচ্যসহ বিদেশে কাঁচামরিচ রপ্তানি করছেন। গুণগত মানের জন্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কাঁচা মরিচের ব্যাপক চাহিদা রয়েছে।
ডিএই’র সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলার ৩ হাজার ৪৬৯ হেক্টর জমিকে মরিচ চাষের আওতায় আনা হয়েছে। এ মৌসুমে ২৭ হাজার ৭৫২ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দৈনিক প্রভাতী/এমকে