বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইলস পরিষ্কারের পর আগের উজ্জ্বলতা ফিরে না আসলে করণীয়

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

টাইলস-পরিষ্কারের-পর-আগের-উজ্জ্বলতা-ফিরে-না-আসলে-করণীয়

টাইলস-পরিষ্কারের-পর-আগের-উজ্জ্বলতা-ফিরে-না-আসলে-করণীয়

ঘরের মেঝে যদি টাইলসের হয়। তা ঝকঝকে করতে এবং জীবাণু থেকে সুরক্ষা পেতে হলে ঘরের মেঝে পরিষ্কার জরুরি। এই ময়লা দাগ দূর করাও বেশ কঠিন। কিন্তু সঠিক উপায় জানলে টাইলসের দাগ দূর করা বেশ সহজ হয়ে যায়। চিন্তা থাকে-পরিষ্কার করার পর আগের উজ্জ্বলতা থাকবে তো? ঘরের টাইলস নতুনের মতো রাখতে যা করতে হবে, জেনে নিন।

বিশেষ করে সেই টাইলস যদি সাদা রঙের হয় তাহলে তার উপর হলুদ রঙের আস্তরণ পড়ে যায়। এই হলুদ দাগ সরাতে দারুণ কাজ করে বাসন মাজার সাবান। এক্ষেত্রে অর্ধেক বালতি গরম পানিতে এক টুকরা সাবার গুলে নিন। অথবা বাসন মাজার সাবান ১৫মিনিট পানিতে ডুবিয়ে রাখুন-পানিতে সাবানের রং ছড়িয়ে গেলে সাবান তুলে ফেলুন। প্রথমে এই মিশ্রণটি দিয়ে মেঝে মোছার পর একটি আলাদা বালতিতে ঠাণ্ডা পানি দিয়ে আবার মুছতে হবে মেঝে।

টাইলসের ওপর কোনোমতেই যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণত টাইলসের জোড়া লাগানো স্থানের কোণায় কোণায় ময়লা জমে কালচে দাগ পড়ে, তাই সপ্তাহে অন্তত এক দিন ডিটারজেন্ট পাউডার গোলা পানি কিংবা ফোমে সাবান বা লিকুইড ক্লিনার ব্যবহার করা যেতে পারে। খুব শক্ত ব্রাশ ব্যবহার করা যাবে না, এতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। টাইলস জীবাণুমুক্ত করার জন্যে জীবাণুনাশক ব্যবহার করা উচিৎ। 

এ্যালকাইনমুক্ত ও এসিড বিহীন পরিশোধক দ্বারা নিয়মিত টাইলস পরিষ্কার করুন। তেল-চর্বিজাতীয় দাগ পড়ে টাইলস যেন নষ্ট না হয়, সে জন্য দাগ পড়ার সঙ্গে সঙ্গে তা সাবানের পানি দিয়ে ধুয়ে ফেলা ভালো। টাইলস পরিষ্কারের পর আগের উজ্জ্বলতা ফিরে না আসলে একটা কাপড়ে বেকিং সোডা নিতে হবে। এক্ষেত্রে ফোম ব্যবহার করা সবচেয়ে ভালো। এতে টাইলস এ নতুন করে দাগ পড়ে না। ফোম ঘষে দিতে হবে টাইলসে। খানিক পরেই দেখা যাবে টাইলস নতুনের মত চকচক করছে!